প্রকাশিত: Fri, Dec 29, 2023 12:35 AM
আপডেট: Wed, Jul 2, 2025 4:03 PM

[১]গাজায় আরো ২ সাংবাদিক নিহত

ইমরুল শাহেদ: [২] হামাস ও ইসরায়েলি যুদ্ধের ৮৩তম দিনে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় হতাহত ফিলিস্তিনিদের সঙ্গে ওই দুই সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজাভিত্তিক ওয়াফা বার্তা সংস্থা। 

[৩] উত্তরাঞ্চলীয় গাজার বেইত লাহিয়া প্রকল্পে খায়ের আল-দিন, আল-কুর্দ এবং আল-কাদি পরিবারের বাসভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক মোহাম্মদ খায়ের আল-দিন ও চিত্রগ্রাহক আহমদ মাহের খায়ের আল-দিন নিহত হন। 

[৪] রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, সকালের আরেক হামলায় ১০ জন নিহত এবং ১২ জন আহত আহত হয়েছেন, যখন ইসরায়েলি বাহিনী সোসাইটির কাছের আল-আমল হাসপাতালে হামলা চালায়। এই হাসপাতালটি দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত। সম্পাদনা: ইকবাল খান